পর্দা নারীর ভূষণ পর্দা নারীর অহংকার

 পর্দা হচ্ছে মুসলিম নারীর ধর্মীয় ও সামাজিক প্রথা। পবিত্র কুরআনে পর্দা সম্পর্কিত আয়াত নাযিল হওয়ার পর থেকে মুসলিম মেয়েদের উপর পর্দা করা ফরজ। তাই পর্দা বিষয়কে ইসলামের অনেক বড় একটি বিষয় মনে করা হয়।এ জন্য এখানে পর্দা নিয়ে ইসলামিক উক্তি তুলে ধরা হয়েছে।


পর্দা ইসলামের প্রতিটি নারীর জন্য ফরজ। আল্লাহ তাআলা সকল নারীকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সাথে পরিপূর্ণ ভাবে পর্দা করতে বলেছে।

পর্দা একটি ইবাদত

সহি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য যথাযথভাবে পর্দা করতে হবে।


বোরকা নারীর সৌন্দর্য কে লুকিয়ে রাখার জন্য, সৌন্দর্যকে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলার জন্য নয়।

নিজেকে প্রদর্শন করার মধ্যে কি বা শ্রেষ্ঠত্ব আছে, শ্রেষ্ঠত্ব তো নিজেকে লুকিয়ে রাখার মাঝে।


তুমি সেই নারী

তাকওয়া অবলম্বন করলে যে জান্নাতি হুরদের থেকেও সুন্দর হবে।


সূর্য মেঘে ঢাকা থাকলে যেমন তার সৌন্দয হারায় না;

তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্য কমে যায় না।


পর্দা নারীর ভূষণ
পর্দা নারীর অহংকার


বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা 

চলুন তাহলে শুরু করি...

ইসলামের দৃষ্টিকোন হতে পরিষ্কার ভাবে বলা যায় -নারীরা পুরুষের চেয়ে কোন অংশেই সামান্য নন। তবে তারা বৈশিষ্ট্যের দিক হতে একটু ভিন্ন প্রকৃতির। মেয়েরা যা পারে পুরুষরা তা এত সহজে পারে না, এটাও সত্য যে আবার মেয়েদের অনেক কাজ পুরুষরাও পারে না। তবে দেহের বিবেচনাই নারীরা একটু দুর্বল। নারীদের দেহ -সংগঠন এমন যে পুরুষ সম্মত আর শক্তি না হলে নারী তার সাথে শারীরিক সম্পর্ক পাতাতে পারে না। কিন্তু উত্তজেতি পুরুষ যে কোন সময় নারীকে তার শিকারে পরিণত করতে পারে। পক্ষান্তরে নারীর তুলনায় পুরুষের শারীরিক গঠন কাঠামো শক্তিশালী। জীব বিজ্ঞান বলছেঃ


√পুরুষের দেহের গড় ওজন ৪৭ কেজি। পক্ষান্তরে নারীর দৈহিক গড় ওজন সাধারণত ৪২.৫ কেজির ওপরে নয়।


√পুরুষের দেহের মাংসপেশি ৪১.৫%। নারীর দেহের মাংসপেশি ৩৫%।


√পুরুষের দেহের হারের ওজন সাধারণত ৭ সের। নারীর দেহের হারের ওজন সাধারণত ৫ সের।


√রক্তের লোহিত কণিকা তুলোনামূলক ভাবে নারীর চেয়ে পুরুষের বেশি।


√পুরুষের মগজের সর্বনিম্ম ওজন ৩৪ আউন্স আর সর্বোচ্চ ৬৫ আউন্স। নারীদের সর্বনিম্ন ৩১ এবং সর্বোচ্চ ৫৪ আউন্স।


√পুরুষের হৃদপিণ্ডের ওজন নারীর হৃদপিণ্ডের চেয়ে ৬০ গ্রাম বেশি।


এইসব কারণে নারীরা দেহের বিবেচনাই একটু দুর্বল। ইংরেজি ভাষার শ্রেষ্ঠ কবি William Shakespeare তার 'Hamlet ' নাটকে নারী সম্পর্কে উক্তি করে বলেছেন এইভাবে "Frailty, thy name is woman! " অর্থাৎ দুর্বলতার নামই হচ্ছে নারী। ইসলাম তাই পুরুষকে নির্দেশ দিয়েছে ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে নারীর দুর্বল অস্তিত্বকে রক্ষা করতে। তাই দেহটাই যেহেতু দুর্বল ও আকর্ষণীয় করা হয়েছে, সেহেতু তাদের আপাদমস্তক পর্দার স্থান।

কবি গুরু রবীন্দ্রনাথ সত্যি বলেছেন, "বিধাতার দোষ দিই না, তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছেন। কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হইতেছে, পুরুষও মেয়ে হইতেছে, সুতরাং ঘরের শান্তি বিদায় লইল" (ঘরে-বাইরে' উপন্যাস)

ধরুন! সাইকেল বা রিক্সার টিউব যদি টায়ার কে বলে তুমি তো বাইরে থেকে অনেক কষ্ট করছ, ঘাতপ্রতিঘাত সহ্য করছ, তোমার আর দরকার নেই আমি এখন তোমার (টায়ারের) ভূমিকা পালন করব। টিউব এসব বলতে পারে টায়ারকে, বাস্তবে তা কিছুতেই সম্ভব নয়! কারণ টিউব হালকা হওয়ার দরুণ সহজেই তা ফেটে যাবে। নারী পুরুষের অবস্থাও ঠিক অনুরূপ। টায়ারের বাহিরে আসলে টিউবের যেমন ক্ষতি নিশ্চিত, পর্দার বাহিরে আসলে নারীর ক্ষতিও তেমন নিশ্চিত।

Comments

Popular posts from this blog

বিবাহ