Posts

বিবাহ

  আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নারীদেরকে (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দ্বীনদারী। তবে তুমি দ্বীনদার নারী বিয়ে করো। অন্যথায় তুমি   লাঞ্ছিত   হবে। (আবূ দাউদ ২০৪৭)

পর্দা নারীর ভূষণ পর্দা নারীর অহংকার

 পর্দা হচ্ছে মুসলিম নারীর ধর্মীয় ও সামাজিক প্রথা। পবিত্র কুরআনে পর্দা সম্পর্কিত আয়াত নাযিল হওয়ার পর থেকে মুসলিম মেয়েদের উপর পর্দা করা ফরজ। তাই পর্দা বিষয়কে ইসলামের অনেক বড় একটি বিষয় মনে করা হয়।এ জন্য এখানে পর্দা নিয়ে ইসলামিক উক্তি তুলে ধরা হয়েছে। পর্দা ইসলামের প্রতিটি নারীর জন্য ফরজ। আল্লাহ তাআলা সকল নারীকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সাথে পরিপূর্ণ ভাবে পর্দা করতে বলেছে। পর্দা একটি ইবাদত সহি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য যথাযথভাবে পর্দা করতে হবে। বোরকা নারীর সৌন্দর্য কে লুকিয়ে রাখার জন্য, সৌন্দর্যকে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলার জন্য নয়। নিজেকে প্রদর্শন করার মধ্যে কি বা শ্রেষ্ঠত্ব আছে, শ্রেষ্ঠত্ব তো নিজেকে লুকিয়ে রাখার মাঝে। তুমি সেই নারী তাকওয়া অবলম্বন করলে যে জান্নাতি হুরদের থেকেও সুন্দর হবে। সূর্য মেঘে ঢাকা থাকলে যেমন তার সৌন্দয হারায় না; তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্য কমে যায় না। পর্দা নারীর ভূষণ পর্দা নারীর অহংকার বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা   চলুন তাহলে শুরু করি... ইসলামের দৃষ্টিকোন হতে পরিষ্কার ভাবে বলা যায় -নারীরা পুরুষের চেয়ে কোন অংশেই সামান্য নন। তবে তারা বৈশি